সাতক্ষীরায় অস্ত্রসহ আটক ৩
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় যুগিবাড়িয়া এলাকার একটি মাছের ঘের থেকে ওয়ান শুটার গানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার সকালে অস্ত্রসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার গোপিনাথপুর গ্রামের কবিরুল, সুমন ও আশরাফুল ইসলাম বাবু।
কলারোয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক শেখ জাগো নিউজকে জানান, অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
আকরামুল ইসলাম/আরএআর/আরআইপি