সুন্দরবনে র্যাব-দস্যু বন্দুকযুদ্ধ : আটক ২
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ছোট কলাগাছিয়ার পশুরতলা খালে বনদস্যু নুর বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের পর বাহিনী প্রধানসহ এক সহযোগীকে আটক করেছে র্যাব।
র্যাব-৮ এর সদস্যদের সঙ্গে সোমবার ভোররাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৪টি বিদেশি বন্দুক ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব।
আটকরা হলেন, যশোর জেলার শার্শা থানার বাগআচড়া গ্রামের মৃত জাকির আলী দালালের ছেলে দস্যু বাহিনীর প্রধান নুর হোসেন দালাল (৩৩) ও সাতক্ষীরা সদরের আলীপুর টালিপাড়া এলাকার মৃত বশিরউদ্দীন গাজীর ছেলে আব্বাস আলী গাজী (৩৫)।
শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, বেলা সাড়ে ১২টার দিকে র্যাব সদস্যরা চারটি আগ্নেয়াস্ত্র ও ৫০ রাউন্ড গুলিসহ বনদস্যু নুর হোসেন ও সহযোগী আব্বাস গাজীকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আকরামুল ইসলাম/এফএ/এমএস