সাতক্ষীরায় বিভিন্ন মামলায় গ্রেফতার ৩১
প্রতীকী ছবি
সাতক্ষীরায় পুলিশের চলমান অভিযানে বিভিন্ন মামলার ৩১ আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মিজানুর রহমান জাগো নিউজকে জানান, গ্রেফতাররা বিভিন্ন মামলার আসামি। বেলা ১১টার দিকে এদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারদের মধ্যে সাতক্ষীরা সদর থানার ১২ জন, কলারোয়া থানার ৫ জন, তালা থানার দুইজন, কালিগঞ্জ থানার চারজন, শ্যামনগর থানার ৪ জন, আশাশুনি থানার দুইজন, দেবহাটা থানার একজন ও পাটকেলঘাটা থানার একজন রয়েছেন।
আকরামুল ইসলাম/এফএ/এমএস