বগুড়ায় ট্রাক-টেম্পু সংঘর্ষে নিহত ৩
বগুড়া শহরতলীর বনানী এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত টেম্পুর সংর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শাজাহানপুর থানার বনানী লিচুতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শেরপুর উপজেলার কলেজ রোড এলাকার বাসিন্দা অটোটেম্পুচালক আবুল কালাম আজাদ, অটোটেম্পুর যাত্রী নন্দীগ্রাম উপজেলার পন্ডিতপুকুর এলাকার শরিফুন্নেছা এবং শেরপুর উপজেলার গাড়িদহ গ্রামের সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, শেরপুর থেকে ৫ জন যাত্রী নিয়ে অটোটেম্পুটি বগুড়া শহরে যাচ্ছিল। বনানী মোড় এলাকায় পৌঁছালে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিক্সাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই মারা যায়। এ সময় ট্রাকের চাপায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক ভ্যানচালক আহত হয়।
স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিলে সেখানে আরও দুইজন মারা যায়।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থিত ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই শাহ আলম জানান, নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহতদের মধ্যে আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
লিমন বাসার/এএম/জেআইএম