ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু
ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামের শেখ পাড়ায়।
স্থানীয় ইয়াদ হোসেন জানান, দীর্ঘদিন ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন দরগাপুর গ্রামের শেখপাড়ার শেখ আব্দুস ছাত্তার (৫৫)। শুক্রবার সকাল ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাই শেখ মোজাফফর হোসেন (৬৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। উভয়ের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আকরামুল হক/এআরএ/এমএস