ভোমরা বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ
সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে এনবিআর’র সার্ভেয়ারের সমস্যার কারণে শনিবার সকাল থেকে সকল আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। রোববার সকাল থেকে যথারীতি বন্দরের কার্যক্রম শুরু হবে।
ভোমরা বন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এনবিআর’র সার্ভেয়ারের ত্রুটি থাকায় আমদানি রফতানি কার্যক্রম একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। রোববার সকাল থেকে যথারীতি বন্দরের কার্যক্রম শুরু হবে।
আকরামুল ইসলাম/আরএআর/এমএস