টাঙ্গাইলে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত
টাঙ্গাইলে ট্রাকচাপায় পলিটেকনিক ইনস্টিটিউট কলেজের প্রথমবর্ষের ছাত্র সুভ্রত নিহত হয়েছে। রোববার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার বারচান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ক্লাস শেষ করে সুভ্রত বাইকেল করে বাড়িতে ফিরছিল। এ সময় সদর উপজেলার বারচান্দা গ্রামে একটি ট্রাক পেছনদিক থেকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভুইয়া জানান, চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।
আরিফ উর রহমান টগর/আরএআর/আরআইপি