সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সভাপতি বরুণ সম্পাদক আকরামুল


প্রকাশিত: ১০:০৯ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় জেলা মুক্তিযোদ্ধা মিলনায়তনে আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

সর্বসম্মতিক্রমে একাত্তর টিভি, সাহস২৪.কম ও যমুনা নিউজের সাতক্ষীরা প্রতিনিধি বরুণ ব্যানার্জীকে সভাপতি ও জাগোনিউজ২৪.কম ও বিজয় টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধার ডেপুটি কমান্ডার আবু বক্কর সিদ্দীকি, সাবেক কমান্ডার মোতাহার হোসেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আব্দুল মতিন, মুনছুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, আরাফাত আলী, জিএম আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহিদ হুসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, নাজমুল হোসেন, তানিয়া সুলতানা, প্রচার সম্পাদক মফিদুল ইসলাম, অর্থ-সম্পাদক মুক্তাবিউর রায়হান, দফতর সম্পাদক খান নাজমুল হুসাইন, ক্রীয়া সম্পাদক এস এম পলাশ, সমাজসেবা সম্পাদক সাদিকুর রহমান, সদস্য খলিলুর রহমান, ইমরান হোসেন, শেখ রনি ইসলাম, মানিক, সোহেল, ইন্দ্রজিত সাধু, রবিউল ইসলাম, ফরহাদ, রবিউল, আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন অনলাইনে দায়িত্বরত ৭টি উপজেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আকরামুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।