বাঁশের চটা দিয়ে তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা জানাবে আরিফরা


প্রকাশিত: ০৩:৩১ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭

স্কুলে কোনো শহীদ মিনার নেই। তাই বলে কি আমরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পারবো না। নিজেরাই বাঁশের চটা দিয়ে শহীদ মিনার তৈরি করেছি। সোমবার সকাল থেকে বিকেল গড়িয়েছে শেষ করতে।

সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালানলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র আরিফ হোসেন জাগো নিউজকে এসব কথা জানান।

স্কুলছাত্র আরিফ আরও জানায়, মঙ্গলবার সকাল ৭টায় আমরা সবাই মিলে বিদ্যালয়ের মাঠে বাঁশ ও কাগজ দিয়ে নির্মাণ করা শহীদ মিনারে একসঙ্গে ফুল দিবো।

satkhira
১৯৬নং জেয়ালানলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কলিমউদ্দীন সরদার জানান, বিদ্যালয়ে একটি শহীদ মিনার প্রয়োজন। তাছাড়া বিদ্যালয়ে বিদ্যুতের লাইন নেই। খেলার মাঠটিও মাছের ঘের করছে বিভিন্ন ব্যক্তি। ১৮৬ জন শিক্ষার্থীর জন্য একটা মাত্র ল্যাট্রিন। নানা সমস্যায় জর্জরিত বিদ্যালয়টি।

তিনি আরও জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকালে ছেলে-মেয়েদের নির্মিত শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি, ছাত্র সমাবেশ, র‌্যালি, আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিষয়টি তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদ হোসেনকে অবহিত করা হলে তিনি জাগো নিউজকে জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ জানালে শহীদ মিনার তৈরির ব্যবস্থা করা হবে। তাছাড়া বিদ্যালয়ের খেলার মাঠটিও সংস্কার করা হবে।

আকরামুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।