বাসচালক জামিরের সাজার প্রতিবাদে টাঙ্গাইলে শ্রমিকদের বিক্ষোভ


প্রকাশিত: ০৭:৩৫ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত চলচ্চিতকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মনিরসহ পাঁচজন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা  করেছে পরিবহন শ্রমিকরা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে  টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়ন এ কর্মসূচির আয়োজন করে। এ সময় তারা দুর্ঘটনায় পরিবহন আইনে সাজা নির্ধারনের দাবি জানান।

নতুন বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে টাঙ্গাইল শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি খন্দকার আহসান হক পিন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মীর লুৎফর রহমান লালজু। এ সময় সংগঠনের কার্যকরি সভাপতি গোলাম মওলা, সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সেলিম মিয়া, প্রচার সম্পাদক সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিবহন শ্রমিকরা বলেন, পরিবহন দুর্ঘটনার শিকার জমির ড্রাইভারের বিচার কার্যক্রম পরিবহন আইনে পরিচালনা না করে দেশের প্রচলিত আইনে সাজা দেয়া হয়েছে।অবিলম্বে বাসচালক জমিরের সাজা স্থগিত করে দুর্ঘটনা জনিত পরিবহন আইনে সাজা নির্ধারণ করতে হবে। পরিবহন শ্রমিকদের এই নায্য দাবী মেনে নেয়া না হলে দেশজুড়ে পরিবহন ধর্মঘটসহ বৃহৎ কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন শ্রমিকরা।

আরিফ উর রহমান টগর/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।