মির্জাপুরে যুবকের মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত পরিচয় (৪২) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার পোস্টকামুরী গ্রামের বিলের পাশে জমির ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মির্জাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, সকালে স্থানীয় লোকজন ওই ড্রেনে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় আনে। নিহতের মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার হাত গামছা ও মাফলার দিয়ে বাঁধা ছিল।
এস এম এরশাদ/আরএআর/পিআর