খুলনা বিভাগের শ্রেষ্ঠ জেলা টিম সাতক্ষীরা


প্রকাশিত: ১২:১৬ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

খুলনা বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা ও উদ্ভাবন উৎসব ২০১৭ তে শ্রেষ্ঠ জেলা টিম নির্বাচিত হয়েছে সাতক্ষীরা জেলা।

শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন, শ্রেষ্ঠ অতিরিক্ত জেলা প্রশাসক হয়েছে এএফএম এহতেশামূল হক, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হয়েছেন আবু সায়েদ মো. মনজুরুল আলম, শ্রেষ্ঠ ভূমি কর্মকর্তা হয়েছেন আহসান শরীফ, শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হয়েছেন মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী, শ্রেষ্ঠ বেসরকারি উদ্যোক্তা হয়েছেন মোজাফফার হোসেন মন্টু।

শ্রেষ্ঠ উদ্যোক্তা কলারোয়ার চন্দরপুর ইউপির আলমগীর হোসেন, শ্রেষ্ঠ সিটিজেন জার্নালিস্ট হয়েছেন মো. নেয়াজ ওয়াহিদ, শ্রেষ্ঠ ইউনিয়ন ওয়েবপোর্টাল হয়েছে শ্যামনগরের কাশিমারি ইউনিয়ন।

খুলনা সার্কিট হাউজ ময়দানে সকাল ১০টায় বিভাগীয় কমিশনার আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী পরিষদ সচিব মো. শফিউল আলম। অনুষ্ঠানে শ্রেষ্ঠ সাতক্ষীরা টিমকে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি।

সাতক্ষীরা জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি সাহা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক হয়েছে এএফএম এহতেশামূল হক বলেন, এটি সাতক্ষীরার কৃতিত্বপূর্ণ সাফল্য। এ অর্জন সাতক্ষীরাবাসীর। সাতক্ষীরার সার্বিক উন্নয়নের এই স্বীকৃতি আগামী দিনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আকরামুল ইসলাম/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।