ইঞ্জিন বিকল, ফেরি পারাপারে জনদুর্ভোগ


প্রকাশিত: ০২:১৪ পিএম, ০৬ এপ্রিল ২০১৫

মহিপুরে ফেরির ইঞ্জিন বিকল হয়ে কুয়াকাটার সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সোমবার সকালে ইঞ্জিনের চেম্বারে পানি প্রবেশ করে প্রথমে একটি বিকল হয়। পরে দু’টি ইঞ্জিনের একটি দিয়ে ফেরি সচল রাখা হলেও বেলা ১১টা থেকে দুটো ইঞ্জিনই বিকল হয়ে পড়ে। এর ফলে ফেরি পারাপার সম্পূর্ণ বন্ধ হয়ে নদীর দু’পারে যাত্রীবাহী বাস এবং পণ্য পরিবহনের সকল যানবাহন আটকা পড়েছে। এখনো ইঞ্জিন মেরামতের কাজ চলছে।

মহিপুরের ফেরি চালক সেলিম জানান, লক্কর ঝক্কর ধরণের ইঞ্জিন দিয়ে কোনমতে ফেরি পারাপার সচল রাখা হচ্ছে। মাসের বিভিন্ন সময় ঘটছে যান্ত্রিক সমস্যা।

এ ব্যাপারে ফেরির দায়িত্বে থাকা সেকশন অফিসার মো. পান্না মিয়া জাগো নিউজকে জানান, ফেরিতে পুরনো ইঞ্জিন থাকায় যান্ত্রিক সমস্যা দেখা দিতেই পারে।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।