ধর্মঘটে অচল ভোমরা স্থলবন্দর


প্রকাশিত: ০৬:৩৩ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের সঙ্গে সমর্থন রেখে সাতক্ষীরাতেও সকাল থেকে পরিবহন ধর্মঘট চলছে। আর এতে অচল হয়ে পড়েছে ভোমরা স্থলবন্দর। বিপাকে পড়েছেন যাত্রীরা।

সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আবু আহমেদ জাগো নিউজকে জানান, চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে দক্ষিণ বাংলা শ্রমিক ফেডারেশন। ধর্মঘটের সঙ্গে একাত্মতা পোষণ করে সাতক্ষীরা জেলাতেও ধর্মঘট চলছে।

সদরের খুলনা রোড এলাকার জাহিদ হোসেন নামের এক যাত্রী বলেন, আমি খুলনায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছি। কিন্তু যেতে পারছি না। বিড়ম্বনায় পড়লাম।

এদিকে ভোমরা বন্দরের ট্রান্সপোর্ট সমিতির সভাপতি মো. কামরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ধর্মঘটের কারণে ভোমরা বন্দর অচল হয়ে পড়েছে। কোনো গাড়ি আপলোড-আনলোড হচ্ছে না। ব্যবসায়ীদের মারাত্মক ক্ষতি হচ্ছে। ভোমরা থেকে কোনো গাড়ি বাইরে যাচ্ছে না। তবে ভারত থেকে গাড়ি আসছে। কাঁচামাল সব নষ্ট হয়ে যাবে। এতে ব্যবসায়ীরা খুব ক্ষতিগ্রস্থ হচ্ছে।

আকরামুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।