আখাউড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোটরসাইকেলের ধাক্কায় ইধন খাঁ (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দূর্গাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি দূর্গাপুর এলাকারই বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন তরফদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জাগো নিউজকে জানান, সন্ধ্যায় রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে দূর্গাপুর এলাকার মাজার গেইটের সামনে একটি মোটরাসাইকেল ইধন খাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটিকে উদ্ধার করলেও চালককে পাওয়া যায়নি।
আজিজুল সঞ্চয়/এএম