দেড় হাজার মেগাওয়াটে উন্নীত হচ্ছে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

দেড় হাজার মেগাওয়াটে উন্নীত হতে যাচ্ছে দেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র।

আগামী বুধবার (১লা মার্চ) বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নবনির্মত ‘আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের (সাউথ)’ উদ্বোধন করবেন।

নতুন এই পাওয়ার প্ল্যান্ট উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রের বিদ্যমান ১০টি ইউনিটের উৎপাদন ক্ষমতা দাঁড়াবে দেড় হাজার মেগাওয়াট।

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, বিদেশি ঋণ সহায়তায় গত ২০১৩ সালের ১৪ মার্চ শুরু হয় ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের (সাউথ) নির্মাণ কাজ।

প্রায় ৩ হাজার ৭৯২ কোটি টাকা ব্যয়ে ৪০ মাসে নির্মিত হয়েছে গ্যাসভিত্তিক এ পাওয়ার প্ল্যান্টটি। এর মধ্যে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব তহবিল রয়েছে ৪৪৪ কোটি টাকা। এ পাওয়ার প্ল্যান্টটির নির্মাণ কাজ শেষে গত বছরের ২২ জুলাই থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।

এ ব্যাপারে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী পরিচালক (পরিকল্পনা ও প্রকল্প) প্রকৌশলী আজিত কুমার সরকার জানান, ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের (সাউথ) উদ্বোধনের মধ্য দিয়ে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা দেড় হাজার মেগাওয়াটে দাঁড়াবে।

এছাড়া আগামী জুন মাসের মধ্যেই নির্মাণাধীন আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের (নর্থ) উৎপাদনে আসার কথা রয়েছে বলেও জানান তিনি।

আজিজুল সঞ্চয়/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।