কারামুক্ত হয়ে ‘নিখোঁজ’ ৮ মামলার আসামি
ব্রাহ্মণবাড়িয়ায় কারাগার থেকে মুক্তি পেয়ে ৮ মামলার এক আসামি ‘নিখোঁজ’ রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
পরিবারের অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়ায় পৌরশহরের পৈরতলা এলাকার আকবর আলীর ছেলে এরশাদ মিয়া মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর সেখান থেকে সাদা পোশাকের লোকজন তাকে ধরে নিয়ে গেছে।
তবে এরশাদ নিখোঁজ হওয়ার ব্যাপারে বুধবার বিকেল পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সদর মডেলে থানায় ৮টি মামলা রয়েছে।
এরশাদের স্ত্রী রহিমা অভিযোগ করে বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে এরশাদ জেলা কারাগারের মূল ফটকে এসে তার সঙ্গে থাকা একটি ব্যাগ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন।
এরই মধ্যে বেলা সাড়ে ১১টার দিকে কারগারের মূল ফটক দিয়ে বের হবার পরপরই অপেক্ষারত একটি সাদা মাইক্রোবাসে থাকা ৬জন লোক এরশাদকে চোখ বেঁধে ধরে নিয়ে যায়। এর পর থেকে আর এরশাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশের লোকজন এরশাদকে ধরে নিয়ে গেছেন বলেও দাবি করেন রহিমা।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন বলেন, কারা ফটক থেকে কাউকে আটকের কোনো খবর আমার কাছে নেই। তবে বুধবার সকালে এরশাদের পরিবারের লোকজন এসে এ ধরণের কথা আমাদের জানিয়ে গেছেন।
আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম