ব্রাহ্মণবাড়িয়ায় বন্দুকযুদ্ধে দুইজন নিহত


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ০২ মার্চ ২০১৭

ব্রাহ্মনবাড়িয়ার বিজয়নগরে পুলিশের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে বুলবুল মিয়া ওরফে বুইল্লা (৪০) ও নুরুল ইসলাম (৪২) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার পৃথক স্থানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত বুলবুল চিহ্নিত ডাকাত এবং নুরুল ইসলাম মাদক ব্যবসায়ী।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ভোরে বিজয়নগর উপজেলার খেতাবাড়ি এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বুলবুল ডাকাত নিহত হন।  

অন্যদিকে, একই উপজেলার মেরাসানী গ্রামের বাজারের উত্তর পাশে পুলিশের সঙ্গে নুরুল বাহিনীর গুলি বিনিময় হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নুরুল মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চার রাউন্ড কার্তুজ, চারটি ছুরি, তিনটি রামদা উদ্ধার করে। তার বিরুদ্ধে বিজয়নগর থানায় ৫টি মাদকের মামলা রয়েছে।
 
আজিজুল সঞ্চয়/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।