নাইক্ষ্যংছড়িতে চাঁদের গাড়ি উল্টে নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৩ এএম, ০৩ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় চাঁদের গাড়ি উল্টে জাফর আলম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাত জন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার বাইশারি ইউনিয়নের ক্যাংগারবিলের হাতির ডেবা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ জানায়, চাঁদের গাড়িটি উপজেলার ক্যাংগারবিলের পাহাড়ি সড়ক বেয়ে কক্সবাজারের ঈদগড় বাজারে আসছিল। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে জাফর আলমের মৃত্যু হয় এবং সাত জন আহত হন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবু মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈকত দাশ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।