সাবেক সংসদ সদস্য কাজী অানোয়ার আর নেই


প্রকাশিত: ০৭:০৪ এএম, ০৩ মার্চ ২০১৭

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা কাজী আনোয়ার হোসেন (৬৭) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলে-মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, কাজী আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিল রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি অ্যাপোলো হাসপাতালে মারা গেছেন।

কাজী আনোয়ারের মরদেহ দাফনের জন্য কখন ব্রাহ্মণবাড়িয়ায় আনা হবে সেটি এখনো নির্ধারণ হয়নি বলে জানান তিনি।

আজিজুল সঞ্চয়/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।