ভিডিও ফুটেজ দেখে শিমুল হত্যা মামলার আসামি তুফান গ্রেফতার


প্রকাশিত: ০৪:৫৬ এএম, ০৪ মার্চ ২০১৭

ভিডিও ফুটেজ দেখে সিরাজগঞ্জ শাহজাদপুরের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার আসামি তুফানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার দারগাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, তুফানসহ শিমুল হত্যা মামলায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি মেয়র গ্রুপ ও ছাত্রলীগের একাংশের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ সাংবাদিক আব্দুল হাকিম শিমুল পরদিন ঢাকায় নেয়ার পথে মারা যান। এ ঘটনায় মেয়র হালিমুল হক মীরু, তার ভাই মিন্টুসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন।

ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।