সাতক্ষীরায় প্রশ্ন ফাঁসের ঘটনার তদন্তে সত্যতা মিলেছে


প্রকাশিত: ০২:০৭ পিএম, ০৪ মার্চ ২০১৭

সাতক্ষীরার শ্যামনগরের গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্তে সত্যতা মিললেও ব্যবস্থা নেয়নি শিক্ষা কর্মকর্তা। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আগেই আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছিলেন।

জানা গেছে, সম্প্রতি শেষ হওয়া মাধ্যমিক স্তরের পরীক্ষায় শ্যামনগরের নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়সহ একাধিক মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসাতে অংকের প্রশ্ন ফাঁস হয়ে যায়।

আর এ ফাঁস হওয়া প্রশ্নপত্রে নেয়া হয় পরীক্ষা। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর উপজেলা প্রশাসন বিষয়টি আমলে নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে ঘটনার সত্যতা মিলেছে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, আমাকে কোনো আইনগত ব্যবস্থা বা মামলার কথা বলা হয়নি। সকল প্রতিষ্ঠান প্রধানদের ডেকে এলার্ট করে দেয়া হয়েছে।

তবে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো. মনজুর আলম জাগো নিউজকে বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে। কিন্তু কী ব্যবস্থা নিয়েছেন সেটি এখনো অবহিত করেননি।

আকরামুল ইসলাম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।