সুন্দরবনে ‘ইত্যাদি’র শুটিং


প্রকাশিত: ০২:২২ পিএম, ০৭ মার্চ ২০১৭

সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় শ্যামনগর উপজেলায় প্রথম বারের মতো জনপ্রিয় বিনোদনমূলক অনুষ্ঠান ইত্যাদির শুটিং হচ্ছে। সুন্দরবন তীরবর্তী আকাশনীলা ইকোট্যুরিজম সেন্টারে আয়োজিত হবে ইত্যাদি।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো. মঞ্জুরুল আলম।

তিনি জানান, ১২ মার্চ রোববার উপস্থাপক হানিফ সংকেতসহ কলাকৌশলীরা শ্যামনগর আসবেন। আগামী ১৪ মার্চ মঙ্গলবার আকাশনীলা ইকো ট্যুরিজম সেন্টারে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা করছেন জেলা প্রশাসন। যে কেউ চাইলেই সেখানে প্রবেশ করতে পারবেন না। আগতদের জেলা প্রশাসন ও ইত্যাদি অনুষ্ঠান কর্তৃপক্ষের পাশ কার্ড থাকতে হবে।

আকরামুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।