নোয়াখালীতে গণপিটুনিতে নিহত ৩


প্রকাশিত: ০৪:৩৭ এএম, ২৩ আগস্ট ২০১৪

নোয়াখালীর কবিরহাটের নবগ্রাম এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতদের একজন হলেন আজাদ (৩০)। অপর দুইজনের (২৮) নাম জানা যায়নি। আহতদের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, গভীর রাতে ডাকাতির উদ্দেশ্যে এলাকায় আসলে জনসাধারণ টের পেয়ে চারদিক থেকে তাদের ঘেরাও করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হন। ৫ জন আহত হন। এর মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সকালে অপর একজনের মৃত্যু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।