২৩ মার্চ গণতন্ত্র পুনরুদ্ধার দিবস পালন করবে জাগপা


প্রকাশিত: ১১:২০ এএম, ০৯ মার্চ ২০১৭

২০ দলীয় জোটের শরীক জাগপা সভাপতি শফিউল আলম প্রধান ৭১ এর ২৩ মার্চ পরাধীন বাংলার স্বাধীনতার পতাকা উত্তোলন দিবসকে মুক্তিযদ্ধের চেতনায় পালনের জন্য দলীয় নেতাকর্মীদের ও দিনাজপুরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

স্বাধীনতা অর্জনের মতো স্বাধীনতা রক্ষাও একটি চলমান সংগ্রাম। বাংলাদেশের আকাশে শুকুনের ছোঁয়া, সীমান্তে মানুষ হত্যা হচ্ছে। স্বাধীনতা যুদ্ধের চেতনা, গণতন্ত্র বুটের তলায় পিষ্ট লাখো মানুষের রক্তে কেনা।

তিনি বলেন, স্বাধীন দেশের মানুষদের গোলাম বানিয়ে রাখা হয়েছে। ২০১৭ সালের ২৩ মার্চকে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা গণতন্ত্র পনরুদ্ধার ও স্বাধীনতা রক্ষা দিবস হিসেবে পালন করবে।

দিনাজপুরে তিন দিনব্যাপী গণসংযোগ সফর শেষে বৃহস্পতিবার সকালে বাহাদুর বাজারস্থ দিনাজপুর জেলা জাগপার অস্থায়ী কার্যালয়ে জেলা জাগপা, যুব জাগপা, জাগপা ছাত্রলীগের যৌথ প্রতিনিধি সভায় শফিউল আলম প্রধান এসব কথা বলেন।

স্বাধীনতার পতাকাকে সমুন্নত রাখার অঙ্গীকার নিয়ে ২৩ মার্চ প্রচার, র্যালি ও জনসমাবেশের কর্মসূচি নেয়া হয়েছে। সভায় ঐক্যমতের ভিত্তিতে জেলা জাগপা নেতা রকিব উদ্দীন চৌধুরী মুন্নাকে আহ্বায়ক, অ্যাড. নুরুন্নবীকে যুগ্ম আহ্বায়ক ও শাহজাহান খোকনকে সদস্য সচিব করে ৩৮ সদস্য বিশিষ্ট পতাকা উত্তোলন দিবস উদযাপন কমিটি ঘোষণা করা হয়।

এমদাদুল হক মিলন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।