দিনাজপুর পৌরসভার মেয়রের দুর্নীতির প্রমাণ পায়নি দুদক
দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আনিত দুর্নীতির অভিযোগ মিত্যা প্রমাণিত হয়েছে। দীর্ঘ অনুসন্ধান শেষে পৌর মেয়রের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ সঠিক নয় বলে জানিয়ে দিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুর্নীতি দমন কমিশনের সচিব আবু মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, ‘মেয়রের বিরুদ্ধে আনিত দুর্নীতির অভিযোগ সঠিক নয়।’
২০১৫ সালে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পৌরবিধি লঙ্ঘন করে জনবল নিয়োগ, হাটবাজার ইজারা, আয় ব্যয়ের হিসাব না দেয়া ও বিনা টেন্ডারে পরিচিত ঠিকাদারের মাধ্যমে নিম্নমানের উন্নয়ন কাজ করে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ আনা হয়।
অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব সরজ কুমার তদন্ত করে একটি প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনের প্রেক্ষিতে দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গত ২৭ নভেম্বর ২০১৫ পৌর নির্বাচনের পূর্বে পৌর মেয়রকে সাময়িক বরখাস্ত করা হয়। ৯ ডিসেম্বর ২০১৫ তারিখে হাইকোর্ট সাময়িক বরখাস্ত আদেশ স্থগিত করেন।
সেই আলোকে দুর্নীতি দমন কমিশন অভিযোগ তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্তের পর কোনো প্রমাণ না পাওয়ায় আনিত অভিযোগের সমাপ্তি টানেন কমিশন।
এ ব্যাপারে পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি জানান, পৌরবাসী আমার একমাত্র শক্তি। অভিযোগ নয় আসুন সবাই মিলে পৌরবাসীর সেবা নিশ্চিত করি। পৌরবিধি মেনেই কাজ করা হয়েছে।
এমদাদুল হক মিলন/এএম/পিআর