মির্জাপুরে মা সমাবেশ অনুষ্ঠিত


প্রকাশিত: ০৬:৫৫ এএম, ১৩ মার্চ ২০১৭

টাঙ্গাইলের মির্জাপুরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপুর উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে স্থানীয় সাংসদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন প্রধান অতিথি ছিলেন।

Mirzapur
বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মীর শরীফ মাহমুদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীম আক্তার, মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন, প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, গোড়াই ইউনিয়ন (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফ খান, গোড়াই আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি খোরশেদ আলম খোকন ও জুই জুথী ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক সমাজ সেবক হুমায়ুন কবির প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জহিরুল হক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার নাঈম হোসেন উপস্থিত ছিলেন। শেষে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এস এম এরশাদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।