নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী নিহত
নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী মারা গেছেন। এ ঘটনায় তাদের এইচএসসি পড়ুয়া মেয়ে মোসলেমা খাতুন (১৭) গুরুত্বর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
সোমবার ভোর ৫টার দিকে সদর উপজেলার পাঁচুপুর ইউনিয়নের পার-কাসুন্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতরা হলেন, আত্রাই উপজেলার পার-কাসুন্দা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোজাম্মেল হক (৫৫) ও তার স্ত্রী রেখা বিবি (৩০)।
আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে জেলার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। এ সময় মোজাম্মেল হকের বাড়ির জানালায় বাঁধানো টিভির এন্টেনার তারসহ বাঁশ বিদ্যুতের তারের উপর ভেঙে ঘরের চালের ওপর পড়ে। এরপর বাড়ির সব স্থান বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় প্রথমে মোজাম্মেল হক টিভির তার মেরামত করতে গেলে তিনি বিদ্যুতায়িত হন। পরে তাকে বাঁচাতে গেলে তার স্ত্রী রেখা বিবি ও তার মেয়ে মোসলেমা খাতুনও আটকে পড়ে গুরুত্বর আহত হন।
পরে গ্রামবাসীরা তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাত ৫টার দিকে স্বামী মোজাম্মেল ও তার স্ত্রী রেখা বিবি মারা যায়। এদিকে গুরুতর আহত অবস্থায় তাদের মেয়ে মোসলেমা খাতুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
এসএস/এমএএস/আরআই