বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক


প্রকাশিত: ০১:০০ পিএম, ১৩ মার্চ ২০১৭

ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার বিকেল থেকে এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে উঠেছে বলে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা কর্তৃপক্ষ।

সোমবার সকাল ৬টার থেকে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে পরিবহনের চাপ বাড়ায় টাঙ্গাইলের করটিয়া এবং সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের নলকা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটে বিভিন্ন ধরনের পরিবহন আটকা পড়ে।

এ প্রসঙ্গে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে হঠাৎ করে সিস্টেম পরিবর্তন করার ফলে মহাসড়কে এই যানজটের সৃষ্টি হয়। পুলিশ বিভাগের সহায়তা বিকেল থেকে এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আরিফ উর রহমান টগর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।