ঘাটাইলে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত


প্রকাশিত: ০৯:১০ এএম, ১৪ মার্চ ২০১৭

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় ইদ্রিস আলী নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার সাগরদিঘীতে পল্টন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইদ্রিস আলী ইন্দ্রিরা বাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন। তিনি একই এলাকার বাসিন্দা।

এ প্রসঙ্গে সাগরদিঘী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কবীর উদ্দিন জানান, মঙ্গলবার সকালে শিক্ষক ইদ্রিছ আলী ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন।

মসজিদে যাওয়ার সময় সাগরদিঘী-সখীপুর সড়কের পল্টন পাড় নামক স্থানে বিপরীত দিকে থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘাতক ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আরিফ উর রহমান টগর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।