দিনাজপুরে ২৫ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি


প্রকাশিত: ০৯:৫৯ এএম, ১৫ মার্চ ২০১৭

দিনাজপুরের কাহারোলে অগ্নিকাণ্ডে ২৫টির অধিক দোকানঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকদের দাবি।

মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলা সদরের ধানহাটি সংলগ্ন সরকারি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাহারোল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. এরশাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাহারোল উপজেলার সদরের ধানহাটি সংলগ্ন সরকারি মার্কেটের কাঁচা বাজারে মঙ্গলবার রাতে আগুন লাগে। মিজানুর ইসলামের মুদি দোকানের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিপাতের সূত্রপাত ঘটে।

মুহূর্তের মধ্যেই নারায়ণ চন্দ্র রায়, আমিনুল ইসলাম, পরিমল রায়, আব্দুস সালামসহ ২৫ জনের অধিক মালিকানাধীন মুদি ও কাঁচা বাজারের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে দিনাজপুর জেলা সদর ও বোচাগঞ্জ উপজেলা থেকে  ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ভোর ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক মুদি ব্যবসায়ী উপজেলার দক্ষিণ নওগা গ্রামের মৃত অশ্বনী চন্দ্র রায়ের ছেলে নারায়ণ চন্দ্র রায় জানান, দোকানে আনুমানিক ৪ লক্ষাধিক টাকার মালামাল ছিল। আগুনে সব পুুড়ে ছাই হয়ে গেছে। কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। সব দোকানের একই অবস্থা। কেউ মালামাল রক্ষা করতে পারেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুকুন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম ফারুক হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

এমদাদুল হক মিলন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।