শেষবারের মতো নিজ গ্রামের ছোঁয়া নিলেন মিজারুল কায়েস


প্রকাশিত: ০৮:৪৭ এএম, ২১ মার্চ ২০১৭

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রামের বাড়িতে সাবেক পররাষ্ট্র সচিব ও ব্রাজিলের রাষ্ট্রদূত মিজারুল কায়েসের শেষ জানাজার নামাজ আদায় করা হয়েছে। হাজার হাজার এলাকাবাসী অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান এ কূটনীতিককে।

মঙ্গলবার বেলা ১১টায় বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে সাবেক সচিব মিজারুল কায়েসের মরদেহ আনা হয়  তার গ্রামের বাড়ি পাকুন্দিয়া উপজেলার হোসেন্দি উত্তরপাড়া এলাকার হোসেন্দি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে। এসময় তাকে শেষবারের মতো এক নজর দেখতে সেখানে ভিড় করেন এলাকাবাসী।

দুপুর ১২টায় পাকুন্দিয়া উপজেলার হোসেন্দি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। নামাজ পড়ান হোসেন্দি কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা ইসমাইল।

এর আগে সংক্ষিপ্ত শোক সভায় অংশ নেন পাকুন্দিয়া-কটিয়াদী আসনের এমপি অ্যা. মো. সোহরাব উদ্দিন, নিহতের বড় ভাই সাবেক মেজর জেনারেল মো. ইমরুল কায়েস, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হুমায়ন কবীর, জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, মুক্তিযোদ্ধা কমাণ্ডার মেসবাহ উদ্দিনসহ অন্যরা।

জানাজার নামাজের পর মিজারুল কায়েসের মরদেহ আবারও ঢাকায় নিয়ে যাওয়া হয়। রাজধানীর বনানী কবরস্থানে বাবা ও মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নূর মোহাম্মদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।