উল্লাপাড়ায় লেগুনাচাপায় সবজি বিক্রেতা নিহত


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২২ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লেগুনাচাপায় জয়নাল আবেদিন প্রামানিক (৬০) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উপজেলার বোয়ালিয়া হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের কুমারগাঁতী এলাকার মৃত মকছেদ আলী প্রামানিকের ছেলে।

হাটিকুমরুল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান,  বোয়ালিয়া বাজার এলাকায় একটি লেগুনা দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এ সময় কাফিল পরিবহনের একটি বাস লেগুনাটিকে ধাক্কা দিলে সেটি ছিটকে গিয়ে প্রায় ১৫ হাত দূরে বাজারে পড়ে। এ সময় সবজি বিক্রেতা জয়নাল লেগুনার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনা কবলিত বাস ও লেগুনাটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।