বেনাপোলে ভারতীয় বাঘ আটক


প্রকাশিত: ০১:১৪ পিএম, ১৮ এপ্রিল ২০১৫

বেনাপোল পোর্ট থানার সীমান্ত সংলগ্ন ধান্যখোলা এলাকা থেকে শনিবার সকালে একটি ভারতীয় বাঘ আটক করেছে কিতাব আলী নামে এক কৃষক। কিতাব আলী ধান্যখোলা গ্রামের হাসেম আলীর ছেলে। পরে বাঘটিকে বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

কিতাব আলী জানান, ভারত সীমান্ত পার হয়ে এই বাঘটি প্রতিদিন ভোরে এ গ্রামে ঢুকে তার বাড়িসহ আরো কয়েকটি বাড়ির হাঁস, মুরগি ও ছাগল খেয়ে ফেলছিল। এ বাঘের অত্যাচারে আমাদের গ্রামের লোকজন অতিষ্ট হয়ে উঠেছিল। এরপর আমরা বাঘটি ধরার পরিকল্পনা করি। পরিকল্পনা অনুযায়ী বাঁশ দিয়ে একটি খাঁচার ফাঁদ তৈরি করা হয়।

শনিবার সকালে তৈরি ফাঁদের মধ্যে হাঁস ও মুরগি দিয়ে বাড়ির পাশে একটি বাগানে রেখে দেয়া হয়। রাত ১১টার দিকে বাঘটি বাগানে এসে হাঁস মুরগি দেখে খাঁচার মধ্যে ঢুকে গেলে সাথে সাথে খাঁচার দরজা বন্ধ হয়ে আটকে যায়। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশে খবর দিলে পুলিশ খাঁচাসহ বাঘটি থানায় নিয়ে আসে।

এদিকে বাঘটি আটকের খবরে বাঘটিকে এক নজর দেখার জন্য ধান্যখোলা উত্তর পাড়ায় ও থানায় আনার পর উৎসুক জনতা ভিড় জমায়। বিষয়টি নিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি অপূর্ব হাসান জাগো নিউজকে জানান, পোর্ট থানা পুলিশের এসআই হাবিবুর রহমান হাবিব বাঘটিকে উদ্ধার করে থানায় এনেছেন। বন ও পরিবেশ অধিদপ্তরকে খবর দেয়া হয়েছে। তারা আসলে তাদের হাতে বাঘটি তুলে দেয়া হবে।

এমজেড/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।