কিশোরগঞ্জে পরিবহন শ্রমিককে খুন
কিশোরগঞ্জে কফিল উদ্দিন (৪৫) নামে এক পরিবহন শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত পুরানবাজার এলাকায় রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত কফিল উদ্দিন পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের বিশনগর গ্রামের মৃত ইসমাইলের ছেলে। তার গলা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থান থেতলে গেছে। তবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
খবর পেয়ে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাকিব হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, কিশোরগঞ্জের বত্রিশ-চোদ্দশত সংযোগ সড়কের চৌদ্দশত পুরানবাজার এলাকায় একজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।
নূর মোহাম্মদ/এফএ/পিআর