রাজশাহীতে পুলিশের হাতে জিটিভির সাংবাদিক লাঞ্ছিত


প্রকাশিত: ০৪:০৯ পিএম, ১৮ এপ্রিল ২০১৫

রাজশাহীতে পুলিশের হাতে জিটিভিতে কর্মরত স্টাফ রিপোর্টার ইউ. আদনান নামের এক সাংবাদিক পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনার জের ধরে জেলার দূর্গাপুর থানা পুলিশের এসআই আবদুস সালাম ও কনস্টেবল আমজাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার আলমগীর হোসেন।

তবে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় মূল অভিযুক্ত পুলিশ কনস্টেবল  আমজাদকে তাৎক্ষণিক পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজশাহীর দূর্গাপুর উপজেলা পরিষদ বাজারে সাংবাদিক আদনানের ব্যবহৃত মোটর সাইকেল ধরার জের ধরে এ ঘটনা ঘটে।

লাঞ্ছিত সাংবাদিক ইউ. আদনান জানান, পেশাগত কাজ শেষ করে রাজশাহীর দূর্গাপুর উপজেলায় তার নিজ গ্রামের বাড়িতে জরুরি কাজে যাচ্ছিলেন তিনি। যাওয়ার সময় পথরোধ করে মোটর সাইকেলের কাগজপত্র যাচাইয়ের নামে দূর্গাপুর থানার পুলিশ কনস্টেবল  আমজাদ তার গাড়ির চাবি কেড়ে নেন। পাশেই দায়িত্ব পালনরত দূর্গাপুর থানার এসআই আবদুস সালামকে জানালে তিনি কনস্টেবলের নিকট গিয়ে গাড়ির চাবিটি ফেরত চাইতে বলেন। চাবি ফেরত চাইলে আমজাদ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে গালে থাপ্পর দেন। পরে বিষয়টি লক্ষ্য করে স্থানীয়রা এগিয়ে এসে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদ জানালে, চাবিটি ফেলে দিয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে থানায় চলে যান।

তিনি তৎক্ষাত বিষয়টি রাজশাহীতে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় সাংবাদিকদের জানালে তারা বিষয়টি পুলিশ সুপারকে অবগত করেন। তিনি বিষয়টি শুনে দূর্গাপুর থানার এসআই আবদুস সালাম ও কনস্টেবল  আমজাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশসহ তাকে পুলিশ লাইনে ক্লোজড করেন।

এ ব্যাপারে রাজশাহী জেলা পুলিশ সুপার আলমগীর কবির জাগো নিউজকে জানান, বিষয়টি শুনে তিনি দোষীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশসহ এক কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজড করেছেন। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও আশ্বাস প্রদান করেন তিনি।

এদিকে, পুলিশ কর্তৃক সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় কাল রোববার সকালে দূর্গাপুর বাজারে বিক্ষোভ মিছিলসহ মানববন্ধনের ঘোষণা দিয়েছেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে কর্মরত স্থানীয় সাংবাদিকরা।

এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।