সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি : আটক ২


প্রকাশিত: ০৩:৩১ পিএম, ২৯ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

সিরাজগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

গ্রেফতাররা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার রহিমপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে হাফিজুর রহমান কিরণ (৪০) ও রাজশাহী সদর উপজেলার বিল শিমলা গ্রামের আব্দুর রহমানের ছেলে পারভেজ (৩২)।

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ব্রেনজন চাম্বুগং বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে ওই দুই ব্যক্তি বুধবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে চাঁদা দাবি করেন।

চাঁদা না দেয়ায় তারা ক্যামেরা দিয়ে ভিডিও করতে থাকেন। এ সময় উপজেলা শিক্ষা অফিসারসহ কর্মকর্তাগণ ওই দুই ব্যক্তিকে আটক করে আমাকে অবগত করেন। সন্ধ্যার দিকে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম, গ্রেফতারদের বিরুদ্ধে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালেক বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেছেন।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।