ঝিনাইদহে বিএনপি-জামায়াতকর্মীসহ আটক ১৮


প্রকাশিত: ০৬:৪৬ এএম, ২১ এপ্রিল ২০১৫

ঝিনাইদহে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও জামায়াতকর্মীসহ বিভিন্ন মামলায় ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, নাশকতার পরিকল্পনা করছে এমন অভিযোগে সদর উপজেলা থেকে দুই বিএনপি ও জামায়াতকর্মীকে আটক করা হয়।

এছাড়া বিভিন্ন মামলায় সদর উপজেলা থেকে দুইজন, শৈলকুপা থেকে ছয়জন, কালীগঞ্জ থেকে দুইজন, কোটাচাঁদপুর থেকে একজন, মহেশপুর থেকে তিনজন ও হরিণাকুণ্ডু থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।

এসএস/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।