সিরাজগঞ্জে যাত্রাপালার নামে চলছে অশ্লীল নৃত্য
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নে কাঠের মেলায় সামাজিক যাত্রাপালার নামে প্রকাশ্যে চলছে অশ্লীল নৃত্য। এ বিষয়ে স্থানীয় সুশীল সমাজের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে বার বার অভিযোগ করা হলেও এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ঐতিহ্যবাহী বাগবাটি হাটে আনুষ্ঠানিকভাবে কাঠের মেলা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে মেলা কমিটি সামাজিক যাত্রাপালা ও কবি গানের কথা বললেও এখন সেখানে চালানো হচ্ছে অসামাজিক যাত্রাপালাসহ অশ্লীল নৃত্য। আর রাতের পর রাত মেলা কমিটির মাধ্যমে এসব অবৈধ কার্যক্রম চললেও প্রশাসন নিরব ভূমিকা পালন করছেন।
মেলা কমিটির সাধারণ সম্পাদক ও বাগবাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী জানান, মেলা চালাচ্ছি সবাইকে ম্যানেজ করে। আমরা বছরে একবার মেলার আয়োজন করি কিছু টাকা আয় করার জন্য। আর খোলামেলা যাত্রাপালা না চালালে লোক আসতে চায় না।
এ বিষয়ে বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, আমার কিছু করার নেই। আমি নামে মাত্র কমিটিতে আছি। ওই কমিটিতে আরও অনেকে রয়েছেন। তবে মেলায় যাত্রার নামে যেসব কর্মকাণ্ড হচ্ছে তা সমাজের জন্য মঙ্গলকর নয়।
এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, মেলা যেভাবে চলার কথা সেই শর্তাবলী অমান্য করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মেলা বন্ধ করে দেয়া হবে।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ব্রেনজন চাম্বুগং জানান, বাগবাটি মেলার কোনো অনুমতি দেয়া হয়নি। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হবে। তিনি নির্দেশ দিলেই ব্যবস্থা নেয়া হবে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর