হাতিয়ায় আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৬ এএম, ৩১ মার্চ ২০১৭

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য আশরাফ উদ্দিন গুলিবিদ্ধসহ উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার চরঈশ্বর ইউনিয়নের আফাজিয়া বাজারে এ সংঘর্ষে ঘটনা ঘটে।

খবর পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গুলিবিদ্ধরা হলেন, চরঈশ্বরের বাসিন্দা ও বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফ উদ্দিন (৩০) ও স্থানীয় যুবলীগ কর্মী রাসেল (৩০)।

স্থানীয় এলাকাবাসী জানায়, উপজেলার চরঈশ্বর ইউনিয়নে সাবেক এমপি মোহাম্মদ আলী সমর্থিত রবীন্দ্র গ্রুপ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন চেয়ারম্যান সমর্থিত একটি গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে দলীয় আভ্যন্তরীন বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার ও আফাজিয়া বাজারের নিয়ন্ত্রণ নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে আশরাফসহ দুইজন গুলিবিদ্ধ ও অন্তত ১০ কর্মী আহত হন।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিবিদ্ধ আহত দুইজনকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

মিজানুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।