সাঙ্গু নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ৩১ মার্চ ২০১৭

বান্দরবানের সাঙ্গু নদী থেকে জয় চাক নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা। শুক্রবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জয় বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

দমকল বাহিনীর সদস্যরা জানান, জয় সকালে তার বন্ধুদের নিয়ে নদীতে গোসল করতে নামে । তার বন্ধুরা নদীর তীরে ভিড়তে পারলেও জয় নদীর অতলে হারিয়ে যায় । পরে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাকে না পেয়ে দমকল বাহিনীর সদস্যদের খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর ডুবুরি দল বিকেলে জয়ের মরদেহ উদ্ধার করে।

বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈকত দাশ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।