নোয়াখালীতে সেপটিক ট্যাংকে ২ শিশুর মরদেহ
নোয়াখালীর সেনবাগ উপজেলায় সেপটিক ট্যাংক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় মানিকপুর গ্রামের মোস্তফা ড্রাইভারের বাড়ির সেপটিক ট্যাংকে তাদের মরদেহ পাওয়া যায়।
নিহতরা হলো ওই গ্রামের বেলাল হোসেনের মেয়ে ফারিয়া আক্তার (২) ও কুয়েত প্রবাসী ইয়াসিন নাসিরের ছেলে আবদুর রহমান (২)।
সোমবার দুপুরে সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের পরিবার পুলিশকে ঘটনা জানায়নি। সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যায় পুলিশ।
অর্জুনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া জানান, মোস্তফার বাড়িতে পাশের বাড়ির ফারিয়া ও রহমান একসঙ্গে খেলাধুলা করছিল।
পরে ওই বাড়ির সেপটিক ট্যাংক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। ঢাকনা খোলা থাকায় শিশুরা ট্যাংকে পড়ে মারা যায় বলে ধারণা করছে স্থানীয়রা।
এএম/জেআইএম