লামায় চোলাই মদসহ ৪ নারী আটক


প্রকাশিত: ০২:১১ পিএম, ০৩ এপ্রিল ২০১৭
প্রতীকী ছবি

বান্দরবানের লামায় পাচারের সময় ৫০ লিটার চোলাই মদসহ চার নারীকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন, রোজিনা বেগম (৪০), লায়লা বেগম (৬০), নার্গিস আক্তার (২৫), মোসলেমা আক্তার (৫০)। তারা সবাই কক্সবাজারের চকরিয়া পৌরসভার কসাই পাড়ার বাসিন্দা।

সোমবার বিকেলে লামা-ফাঁসিয়াখালী সড়কের মধুঝিরি এলাকা থেকে তাদের আটক করা হয়।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, চার নারী গাড়িযোগে চোলাই মদ পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে মধুঝিরি এলাকায় অভিযান চালায়। পরে টমটম গাড়িতে থাকা পলিথিন ভর্তি ৫০ লিটার চোলাই মদসহ চার নারীকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। 

সৈকত দাশ/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।