কিশোরগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত ৭, দোকান ও বাড়ি ভাঙচুর


প্রকাশিত: ০৭:১৯ পিএম, ০৩ এপ্রিল ২০১৭

কিশোরগঞ্জ শহরে মুখে কালো কাপড় বাঁধা অজ্ঞাত পরিচয়ের দৃর্বৃত্তদের হামলায় সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্বৃত্তরা অন্তত ২৫/৩০টি দোকান ও বাড়ি ভা‌ঙচুর করেছে।

সোমবার রাত ৯টার দিকে ১০/১৫ জনের একদল দৃর্বৃত্ত শহরের নগুয়া প্রথম মোড় থেকে নগুয়া এতিমখানা রোড ও নতুন পল্লী এলাকায় পথচারী, দোকানপাট ও বাসাবাড়িতে অতর্কিত হামলা চালায়।

কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুর্শেদ জামান বিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই দুর্বৃত্তদের ধরতে পুলিশের বিশেষ অভিযান চলছে।

আহতরা হলেন শহরের খড়মপট্টি এলাকার কামরুলের ছেলে ফাহিম (১৭), বত্রিশ এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে জিসান আলম (১৮), নারায়ণের ছেলে হরিরাম (১৬), মেহের রঞ্জন রায়ের ছেলে সৌমিক (২০), বত্রিশ মনিপুর এলাকার আব্দুল বারেকের ছেলে হিরা মিয়া (১৮), রায়পাড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে ইমরান (১৬) ও ময়মনসিংহের নান্দাইল উপজেলার আব্দুল মালেকের ছেলে উৎপল (১৮)।

আহতদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ফাহিম, জিসান ও হরিরাম নামে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা সবাই পথচারী বলে জানা গেছে। এ আকস্মিক এ হামলার পর শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন জানান, কয়েকদিন আগে শহরের জেলা স্মরণীয় মোড়ে একটি পক্ষ হামলা চালিয়েছিল। এ ঘটনার জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে।

নূর মোহাম্মদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।