নোবিপ্রবিতে নতুন দুটি বাসের উদ্বোধন


প্রকাশিত: ১২:১৯ পিএম, ০৪ এপ্রিল ২০১৭

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য ৫২ সিট বিশিষ্ট আরও দুইটি বাসযুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান ফিতা কেটে বাস দুইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস অফিসের পরিচালক এএইচএম নিজাম উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন ইনস্টিটিউট ও দফতরসমূহের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হলের প্রভোস্ট, প্রক্টর ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ‘ভৌত ও একাডেমিক সুবিধাবৃদ্ধিকরণ’ শীর্ষক উন্নয়ন প্রকল্প হতে নোবিপ্রবির ছাত্র-ছাত্রীদের জন্য র‌্যাংগস মটরস লিমিটেড ঢাকা, থেকে ৬৬ লাখ ৬৮ হাজার টাকায় বাস দুটি ক্রয় করা হয়েছে।

মিজানুর রহমান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।