নওগাঁয় সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ১০:২১ এএম, ২৩ এপ্রিল ২০১৫

২০১৪-১৫ অর্থ বছরে সিভিল সার্জন কার্যালয়ে দুর্নীতির মাধ্যমে অনুমোদনকৃত দরপত্র বাতিল ও নওগাঁর সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেন বুলবুলের অপসারণের দাবিতে মানববন্ধন পালন করেছে নওগাঁবাসী।

বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  

মানববন্ধনে নওগাঁ ড্রাগ মালিক সমিতির সভাপতি ও চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের পরিচালক আতাউর রহমান খোকা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিভাষ মজুমদার গোপাল, জেলা যুবলীগের নেতা নাফিউল হোসেন কেতন ও হাসানুজ্জামান বাবু প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, নিয়ম বহির্ভূতভাবে অনুমোদনকৃত দরপত্র বাতিল করে মোটা অংকের ঘুষের বিনিময়ে স্থানীয় ঠিকাদারকে বাদ দিয়ে ঢাকার ঠিকাদারকে কাজ দেয়া হয়েছে। এতে করে সরকারের প্রায় ২ কোটি টাকার রাজস্ব ক্ষতি করেছে। অবিলম্বে দুর্নীতি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

এসএস/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।