হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক
র্যাব সদস্যরা শনিবার দুপুরে পাবনার সাধুপাড়া থেকে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক করা মাদক ব্যবসায়ী সদর উপজেলার মধ্য সাধুপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. বাদশা(৪০)।
র্যাব জানায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মধ্য সাধুপাড়ায় অভিযান চালিয়ে বাদশাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে একটি মামলা করে তাকে পাবনা সদর থানার মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
র্যাব আরও জানায়, এর আগেও তিনি ২৫ গ্রাম হোরোইনসহ আটক হয়েছিলেন। তিনি একজন পেশাদার হেরোইন ব্যবসায়ী ।
এমজেড/আরআইপি