ভারত-বাংলাদেশের মধ্যে মধুর সম্পর্ক বজায় থাকবে


প্রকাশিত: ১০:৫৫ এএম, ২৬ এপ্রিল ২০১৫

বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার সন্দীপ মিত্র বলেছেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে বিরাজমান মধুর সম্পর্ক বজায় থাকবে। এই বিষয়ে ভারত সরকার বদ্ধ পরিকর। তিনি বলেন, সীমান্তে কিছু সমস্যাসহ দুই দেশের মধ্যে বেশ কিছু সমস্যা নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে এবং এখনো তা চলমান। ভারতে সাংবাদিক এবং ব্যবসায়ীদের যাতায়াতে ভিসা প্রক্রিয়া আরো সহজ করার বিষয়টিও বিবেচনাধীন বলে তিনি উল্লেখ করেন।

রোববার পাবনা প্রেসক্লাবে সাংবাদিক এবং চেম্বার অব কমার্সে ব্যবসায়ীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে ক্লাব সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুউল হক রানা, সাংবাদিক ও কলামিষ্ট রণেশ মৈত্র বক্তব্য রাখেন।

পাবনা চেম্বার মিলনায়তনে চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহসভাপতি মাহবুব-উল-আলম মুকুলসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

পরে সহকারী কমিশনার পাবনা শহরের জয়কালিবাড়ী মন্দির, মহানায়িকা সুচিত্রা সেনের বাড়ি, শ্রী শ্রী অনূকুল ঠাকুরের আশ্রম ও পাবনা মানসিক হাসপাতাল পরিদর্শন করেন।

এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।