বিজয়নগরে যুবকের মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেরাশানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
তবে এখনো পর্যন্ত নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা বিষপান করে আত্মহত্যা করেছেন ওই যুবক।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা মেরাশানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অজ্ঞাত ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও জানান, নিহত যুবকের মুখ থেকে বিষের গন্ধ পাওয়া যাচ্ছিল। ধারণা করা হচ্ছে ওই যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন। তবে মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
আজিজুল সঞ্চয়/এফএ/জেআইএম