ব্রাহ্মণবাড়িয়ায় নারী মাদক ব্যবসায়ীর দণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে আটক নারী মাদক ব্যবসায়ী জরিনা বেগমকে (৫৫) সাত মাস কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লাইলা নীরা এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত জরিনা ময়মনসিংহের গৌরিপুর উপজেলার খোকনের স্ত্রী। দণ্ডপ্রাপ্ত জরিনা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, দুপুর ১টার দিকে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কুমিল্লা-সিলেট মহাসড়কের উরশীউরাস্থ জেলা কারাগারের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে অটোরিকশার যাত্রী জরিনার শরীরের সঙ্গে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে বিচারক সাত মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড প্রদান করেন।
আজিজুল সঞ্চয়/এআরএ/জেআইএম